বালি-জগাছা: টানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়া শিবপুরের রাজ্য সরকারের প্রধান কার্যালয় নবান্নর গেটের সামনে।
গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে রয়েছে হাওড়া পৌরসভার কমপক্ষে ৩০টি ওয়ার্ড। মঙ্গলবার আনুমানিক সাতটা নাগাদ দেখা গেল রাজ্য সরকারের প্রধান কার্যালয় শিবপুরের নবান্নের সামনে জমে রয়েছে হাঁটু সমান জল । সেই জল এর উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে তবে সাধারণ মানুষের প্রশ্ন রাজ্য সরকারের প্রধান কার্যালয়ের গেটের সামনে যদি এরকম পরিমাণ জল জমে থাকে তাহলে শহর অঞ্চলের কি অবস্থা হবে