তমলুক: BDOর অধিকারীক মার খেয়েছে পরে থানার পুলিশ মার খাবে মমতার আমলে কিছুই হবে না,আজ বিরুলিয়ায় বলেন BJPজেলার সহ সভাপতি প্রলয় পাল
পূর্ব মেদিনীপুর জেলার খোদামবাড়ি-২গ্রাম পঞ্চায়েতের আমড়াতলায় BDO চার অধিকারীক বাংলার বাড়ি প্রকল্পের তদন্তে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েন এবং চার অধিকারীক কে দড়ি বেঁধে হেনস্থার অভিযোগ ওঠে এলাকার বাসিন্দাদের বিরুদ্ধে। BDO শুভদীপ চৌধুরী সাত বিক্ষোভকারীর বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ করেন। পুলিশ তদন্ত চালিয়ে এক বিক্ষোভকারীকে গ্রেফতার করলেও বাকি দের বিরুদ্ধে কোন রূপ কোন ব্যবস্থা না নেওয়ায় কটাক্ষ করতে ছাড়ে নি BJP তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল