পুরুলিয়া ২: পুরুলিয়া ২ নং ব্লকের হাতুয়াড়াতে মাটির সৃষ্টি প্রকল্প এলাকা পরিদর্শন করলেন রাজ্যের স্পেশাল কমিশনার ঋষিকেশ মুদি
আজকে পুরুলিয়া দু নম্বর ব্লকের হাতুয়ারা এলাকায় মাটির সৃষ্টি প্রকল্প এলাকা পরিদর্শন করে দেখলেন রাজ্যের স্পেশাল কমিশনার ঋষিকেশ মুদি । তিনি এদিন ধান চাষ ও ফল চাষের জমি ও বাগান গুলি পরিদর্শন করে বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন ।