চুঁচুড়া-মগরা: চুঁচুড়ায় গুরুকুঞ্জের আবাসিকদের ফোটা দিলেন সদর মহকুমা শাসক
গুরুকুঞ্জের আবাসিকদের ফোঁটা দিলেন সদর মহকুমা শাসক। আজ ভাইফোঁটা চুঁচুড়ার কারবালাতে রয়েছে গুরুকুঞ্জ। এখানে থাকেন বৃদ্ধ বৃদ্ধারা। আরোগ্যের পক্ষ থেকে বৃদ্ধদের জন্য আয়োজন করা হয়েছিল ভাইফোঁটার। এদিন সেখানে উপস্থিত হয়েছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। এদিন তিনি আবাসিক দের কপালে ফোটা দিয়ে মিষ্টি মুখ করালেন।