কর্মস্থলে আসার পথে ছেলের বাইক থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু আশাকর্মী মায়ের। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইটাহারের গোঠলু মোড় এলাকায়। মৃতের নাম নুরসেফা খাতুন (৪৭)। তার বাড়ি ইটাহারের ডামডোলিয়া গ্রামে। জানা গিয়েছে, এদিন নুরসেবা তার ছোট ছেলে নৌয়াজ আলমের বাইকের পিছনে বসে ইটাহার গ্রামীণ হাসপাতালে কাজে যোগ দিতে আসছিলেন। সেই সময় হঠাৎ গোঠলু মোড় এলাকায় চলন্ত বাইক থেকে পড়ে যান নুরসেবা। এরপর তাকে ইটাহার থেকে রায়গঞ্জ মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।