জাঙ্গিপাড়া: জাঙ্গিপাড়া থানার উদ্যোগে বিশেষ বাইক পেট্রোলিং অভিযান — “জনগণের পাশে পুলিশ” বার্তা পৌঁছাল এলাকায়
আজ দুপুর দুটো নাগাদ জাঙ্গিপাড়া থানার উদ্যোগে ভারপ্রাপ্ত আধিকারিক নাজির উদ্দিন আলীর নেতৃত্বে এক বিশেষ বাইক পেট্রোলিং অভিযান পরিচালিত হয়। থানার আধিকারিক ও কর্মীরা বাইকে করে এলাকার বিভিন্ন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের উদ্বেগ-আশঙ্কা শোনেন এবং আত্মবিশ্বাস জোগান। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল, “জনগণের পাশে পুলিশ” —