ভগবানপুর ২: ২০২৬শের বিধানসভায় জয়ের বার্তা দিয়ে ঐক্যবদ্ধহয়ে লড়াইয়ের আহবান জানিয়ে আজ মুগবেড়িয়ায় বিজয়া সম্মেলন করলো তৃণমূল
পূর্ব মেদিনীপুর জেলার শতবর্ষ প্রাচীন জেলার অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়। এই মহাবিদ্যালয় ময়দানে আজ ভগবানপুর-২ব্লক তৃণমূলের আয়োজনে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলন।উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযুষ কান্তি পণ্ডা, মহিলা সভানেত্রী শতরুপা পয়ড়া,জনাব জালাল উদ্দিন খান। সভাধিপতি উত্তম বারিক,জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া, সভাপতিত্ব করেন ব্লক তৃণমূলকংগ্রেসের সভাপতি উত্তম মা