মেদিনীপুর: পূর্ব প্রস্তুতি মতো ছট পুজোর আয়োজন মেদিনীপুরের ডিএভি ঘাটে, ভিড় হাজার মানুষের
পূর্ব প্রস্তুতি মতো ছট পুজোর আয়োজন হলো মেদিনীপুরের ডিএভি ঘাটে। কয়েক হাজার মানুষের ভিড় দেখা গেল বিকেল সাড়ে চারটার পর। শাসক দলের পক্ষ থেকে জেলা যুব তৃণমূলের সভাপতি নির্মাল্য চক্রবর্তী সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন।