দাসপুর ১: দাসপুরের নাড়াজোলে ২০৬ তম বর্ষে রথযাত্রার উদ্বোধন করলেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা
২০৬ তম বর্ষে পদার্পণ করল দাসপুরের নাড়াজোলের খান রাজাদের আমলে শুরু হওয়া রথযাত্রা। বুধবার সন্ধ্যেবপ্রায় সাড়ে ৬টা নাগাদ এবারের রথযাত্রার সূচনা করেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা। পাশাপাশি হাজির ছিলেন নাড়াজোল রাজ পরিবারের বর্তমান সদস্যরা। হাজার হাজার মানুষের সমাগমে রথটি নাড়াজোল রাজবাড়ী থেকে দেড় কিলোমিটার দূরে লঙ্গাগড় পর্যন্ত টানা হয়।