রঘুনাথপুর ১: রঘুনাথপুর কলেজের পরিচালন কমিটির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে রঘুনাথপুর থানায় বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিল BJP
রঘুনাথপুর কলেজের পরিচালন কমিটির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ তুলে সোমবার রঘুনাথপুর থানার সামনে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিল বিজেপি। বিজেপি নেতা তথা রঘুনাথপুর পৌরসভার কাউন্সিলর দীনেশ শুক্লা জানান, রঘুনাথপুর কলেজের পরিচালন কমিটি সহ কলেজ কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরে কলেজের বিভিন্ন বিষয়ে আর্থিক তছরুপ করে চলেছে।তারই প্রতিবাদ জানিয়ে এদিন আমরা রঘুনাথপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে রঘুনাথপুর থানায় ডেপুটেশন দেওয়া হয়েছে।