বারাসাত ১: বারাসাতের মাটিতে কালী পুজো দেখতে এলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার কলকাতা
বারাসাতের মাটিতে কালী পুজো দেখতে এলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার কলকাতা কলকাতা এয়ারপোর্টে নেমে বারাসাতের এক পরিচিতির বাড়িতে ব্রেকফাস্ট করে সোজা বেরিয়ে পড়লেন বারাসাতের কালীপুজোর পূজা মন্ডপ দেখতে, ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার কলকাতা। দুপুর একটা নাগাদ বারাসাত knc রেজিমেন্টের পূজো মন্ডপ দেখতে আসেন ডেপুটি হাই কমিশনার। সাথে থাকা বাঙালি আত্মীয় মন্ডপ থেকে শুরু করে মাতৃ প্রতিমার সম্পর্কে বিবরণ দিলেন তাকে।