হবিবপুর: জাজইল ঝংকার সাংস্কৃতিক ক্রীড়া চক্রের ৩০তম বর্ষে দুর্গোৎসবের সূচনা, নবপত্রিকা স্নান দিয়ে শুরু পূজার আনুষ্ঠানিকতা
হবিবপুরের জাজইল ঝংকার সাংস্কৃতিক ক্রীড়া চক্রের উদ্যোগে শুরু হলো দুর্গোৎসবের ৩০তম বর্ষ। সোমবার সকালে মহিলা সদস্যারা মানিকোড়া মন্দির সংলগ্ন পুকুরে নবপত্রিকা স্নান সম্পন্ন করে ঘটে জল ভরে মন্দিরে এনে পূজার সূচনা করেন। সভাপতি বনবিহারী রায় জানান, তিন দশক ধরে এই পুজো ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং প্রতিবছর ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে এলাকা।