কালচিনি: কালচিনি চা বাগান এলাকা থেকে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
কালচিনি চা বাগান এলাকা থেকে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। সোমবার দুপুর ২ টা নাগাদ মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠালো কালচিনি পুলিশ। মৃত যুবকের নাম জয়গাঁর বাসিন্দা সারিক মোহাম্মদ। সে কালচিনির ২২ ধুরা এলাকায় তার আত্মীয়র বাড়িতে থাকতো। বেশ কয়েকদিন ধরে সে নিখোঁজ ছিল। সম্প্রতি পরিবারের লোকরা কালচিনি থানায় তার নিখোঁজ অভিযোগ ও দায়ের করে। গতকাল রাতে চা বাগান সংলগ্ন এলাকার নালা থেকে তার দেহ উদ্ধার হয়।