বোলপুর-শ্রীনিকেতন: বোলপুরে দুর্গাপুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের অনুদান ও সম্মাননা প্রদান
২০২৫ সালে রাজ্য সরকার ঘোষিত দুর্গাপুজো অনুদান হিসেবে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান প্রদানের অংশ হিসাবে আজ ২২ শে সেপ্টেম্বর আনুমানিক বিকেল ৩ টে নাগাদ বোলপুর থানার অন্তর্গত বিভিন্ন পুজো কমিটিকে অনুদান ও সম্মাননা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরের পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল, বোলপুর থানার আইসি লিটন হালদার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।