বিশালগড়: অসহায় এক গৃহস্থ্যের গোয়াল ঘর ফাঁকা করে দিলো চুরের দল,চড়িলাম আড়ালিয়া
অসহায় এক গৃহস্থের গোয়াল ঘর ফাঁকা করে দিলো চুরের দল।ঘটনা শুক্রবার গভীর রাতে বিশালগড় থানার অন্তর্গত চড়িলাম আড়ালিয়া গ্রামের রাজিব কলোনি এলাকায়। অসহায় সেই দরিদ্র কৃষকের নাম খোকন চৌধুরী।সে জানায় তার একটি দুধের গাভী সহ বড় একটি বাছুর গতকাল রাতে চুরি করে নিয়ে যায় চুরের দল।এই গবাদি পশু লালন-পালন করেই চলে তাদের সংসার এবং তাদের ছেলে মেয়ের লেখাপড়া।