শীতলকুচি: আকরা হাট এলাকা থেকে এক নাবালক ও নাবালিকা কে উদ্ধার করল পুলিশ।
সোমবার শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত আকরাহা হাট এলাকা থেকে এক নাবালক ও এক নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। জানা যায় ওই নাবালক ও নাবালিকা আত্মীয়র বাড়িতে যাচ্ছিল। কিন্তু পথ ভুলে এদিক-ওদিক ঘোরাঘুরি করায় এলাকাবাসীর সন্দেহ হয়। এলাকাবাসী তাদেরকে ধরে রাখে এবং পরে পুলিশের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নাবালক ও নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে।