ময়নাগুড়ি: ময়নাগুড়ি ১০ ও ৪ নং ওয়ার্ডে অকারনে পড়ে নষ্ট হচ্ছে জল, জল অপচয় বন্ধ করতে দুটি কলের ব্যবস্থা করলেন স্বেচ্ছাসেবিকা
জলের কল আছে তো, নেই কলের প্যাচ । অযথা , অকারনে পড়ে নষ্ট হচ্ছে জল , ময়নাগুড়িতে এমনই অভিযোগ ওঠে। বিষয়টি নজরে পড়ে স্বেচ্ছাসেবিকা সপ্নার l স্বপ্না, স্বামী বিবেকানন্দ হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার এসোসিয়েশনের স্বেচ্ছাসেবিকাl সব সময় নজরে থাকে তার সমাজের কাজে,,নিজের সাধ্য মত সোমবার বিকেল চারটা নাগাদ বাজার থেকে কল কিনে নাগালেন রাস্তার কলে, কারণ জল অপচয় যে বন্ধ করতে হবে, ময়নাগুড়ি দেবীনগর দশ ও চার নম্বর ওয়ার্ডে দুটি কলে অনবরত জল পড়ছিল