কান্দি: পাকিস্তানের প্রধানমন্ত্রী অসুর, জেলার পর কান্দিতে ও অসুর চমক l
পাকিস্তানের প্রধানমন্ত্রী অসুর, জেলার পর কান্দিতে ও অসুর চমক । আজ মহা ষষ্ঠী ।ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে রাতজেগে ঠাকুর দেখা। মুর্শিদাবাদে সব থেকে বড় আকর্ষণ অসুর। জেলা জুড়ে অসুর চমক ।কোথাও ডোনাল ট্রাম, কোথাও ইউনিস। তবে এবার কান্দিতেও অসুরে চমক। কান্দি পৌরসভার ১৫নং ওয়ার্ডের রুপপুর শতদল সংঘ তাদের প্রতিমাই ফুটিয়ে তুলেছেন অপারেশন সিন্দুরের ছোয়া । ভারতমাতা রুপে মা দুর্গার রুপ ফুটিয়ে তোলা হয়েছে পাশাপাশি অসুর রুপে পাকিস্তানের প্রধানমন্ত্র