তেহট্ট ১: হাউলিয়াতে শোনাদহ খালের গেট খোলা নিয়ে পুলিশ ও চাষীদের ঝামেলা এলাকায় ছড়াল চাঞ্চল্য
হাউলিয়া সবজী বাজার খালের জলে ডুবে যাওয়ার পরিপেক্ষিতে,বুধবার সকাল ১১ টার সময় তেহট্ট থানার পুলিশ হাউলিয়াতে শোনাদহ খালের গেট খুলতে গেলে এলাকার চাষীদের সঙ্গে বচসা থেকে ঝামেলা শুরু হয,এই খবরে এলাকায় ছড়াল চাঞ্চল্য।