বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে নানুরে পাকুড়হাঁস গ্রামে চুরির ঘটনা ঘটলো শনিবার দুপুরে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্ৰামের বাবু রায়ের বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারি থেকে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। যদিও ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় দুষ্কৃতীরা তাদের কাজ সেরে পালিয় যায় বলে দাবি।পরে বাড়ির লোকজন এসে তালা ভাঙা ও ঘর তছনছ অবস্থায় দেখে বিষয়টি বুঝতে পারেন।সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন গ্ৰামবাসিদের নিয়ে তল্লাশি।