জঙ্গিপুর বিধানসভার অন্তর্গত কাশিয়াডাঙ্গা পঞ্চায়েতে ৫০ জন যুবক তৃণমূল ছেড়ে মিমে যোগদান করলেন। আজ দুপুরে জঙ্গিপুরে এই যোগদান প্রমাণ করছে— তৃণমূলের ভ্রান্ত নীতি, দুর্নীতি ও বঞ্চনার রাজনীতিতে যুবসমাজ আজ বিরক্ত, আর মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে AIMIM-ই হচ্ছে তাদের ভরসার ঠিকানা। কাশিয়াডাঙ্গার এই নবযাত্রা দেখিয়ে দিল, যুব সমাজ এখন পরিবর্তন চায়, ন্যায় চায়, নিজের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে চায় — আর সেই পথ AIMIM-ই দেখাচ্ছে।