সুতাহাটা: কেন্দ্রীয় সরকারের পেট্রোল, ডিজেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অটো র্যালি সুতাহাটায় উপস্থিত হলদিয়ার বিধায়িকা
কেন্দ্রীয় সরকারের পেট্রোল, ডিজেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অটো র্যালি সুতাহাটায়। সুতাহাটা-দুর্গাচক অটো অ্যাসোসিয়েশনে উদ্যোগে শনিবার দুপুরে সুতাহাটা থেকে দুর্গাচক সিপিটি মার্কেট পর্যন্ত অটো র্যালি হয়। শতাধিক অটো চালক অটো নিয়ে র্যালিতে অংশ নিয়েছিল। উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল, তমলুক সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি কোর কমিটির সদস্য শ্যামল মাইতি সহ অন্যান্যরা।