সিউড়ি ১: BJP পক্ষ থেকে বিক্ষোভ দেখিয়ে হাটজন বাজারের রেল ওভার ব্রিজের বন্ধ করে দেওয়া কাজ চালু করালো তৃণমূলের পক্ষ থেকে
Suri 1, Birbhum | Nov 23, 2025 শনিবার দিন সিউড়ির হাটজন বাজারে রেল ওভার ব্রিজ তৈরির অফিসে বিক্ষোভ দেখিয়ে রেল ওভার ব্রিজ তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়। রবিবার দিন ১৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও স্থানীয়দের পক্ষ থেকে রেল ওভার ব্রিজ তৈরির দায়িত্বপ্রাপ্ত কর্মীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে পুনরায় সেই কাজ চালু করলো।