তুফানগঞ্জ ২: ভোটার কার্ড হাতিয়ে রামপুর ২ GP ৯/৪৫ নং বুথে এক পরিযায়ী শ্রমিক কে BLA -2 বানানোর অভিযোগ, অস্বীকার BJP, জনৈতিক তরজা
ঘটনার বিস্তারিত বিবরণ জানিয়ে শুক্রবার ওই পরিচয় শ্রমিক বকশিরহাট থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। ওই পরিচয় শ্রমিকের নাম তপন সরকার। অভিযোগ তাকে না জানিয়ে ভোটার কার্ড হাতিয়ে BJP র তরফে BLA 2 বানানো হয়েছে। তিনি একজন পরিযায়ী শ্রমিক। ব্যাঙ্গালোরে কাজে ছিলেন তিনি। জানতে পেরে বাড়িতে ফিরে আসেন এবং বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করেন।