ব্যান্ডেল দেবানন্দপুর থেকে জয়নগর পর্যন্ত আয়োজিত হল মশাল দৌড়। এ বছর অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত বর্ষ জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। জয়নগরের সৃজনী সংস্থার পক্ষ থেকে শরৎচন্দ্রের জন্মভিটে থেকে জয়নগর পর্যন্ত আয়োজন করা হয়েছে মশাল দৌড়। এদিন মশাল দৌড়ের উদ্বোধন করেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী।