বারাসত ২: কৃষ্ণমাটি ক্লাবের সামনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের থেকে সহায়ক মূল্যে ধান কিনল ব্লক প্রশাসন
গত ১ নভেম্বর থেকে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু করেছে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসেবে চাষীদের থেকে ধান কেনা শুরু করল বারাসাত দুই ব্লক প্রশাসন। ব্লকের খাদ্য দফতরের উদ্যোগে কীর্তিপুর ১ গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণমাটি ক্লাবের সামনে শনিবার সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ধান ক্রয় কেন্দ্র করা হয়েছিল। সেখানে ইঞ্জিন ভ্যানে করে চাষীরা ধান নিয়ে এসে ওই কেন্দ্রে ধান বিক্রয় করছেন। কুইন্টাল প্রতি ২৩৬৯ টাকায় এই ধান বিক্রি হচ্ছে।