ভগবানগোলা ২: অবৈধ মাটি কারবার রুখল রানিতলা পুলিশ, ৬টি ট্রাক্টর বাজেয়াপ্ত – গ্রেফতার ২পুলিশ সূত্রে জানা জয় সোমবার সকাল
রানিতলা, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫: অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কড়া অভিযান চালিয়ে বড় সাফল্য পেল রানিতলা থানার পুলিশ। রবিবার রাতে বাড়িয়ানগর মাঠ এলাকায় টহলদারি চালানোর সময় পুলিশ মাটি বোঝাই ৬টি ডবল-ডালার ট্রাক্টর আটক করে। ঘটনাস্থল থেকেই ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ইসলামপুর থানার মোহনপুর এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মাটি কাটা হচ্ছিল। সেই মাটি বোঝাই ট্রাক্টরগুলি রানিতলা এলাকা ব্যবহার করে বিভিন্ন জায়গায় পাচারের চেষ্টা চলছিল। পুলিশের