শহিদ মাতঙ্গিনী: শহীদ মাতঙ্গিনী ব্লক মেছাদা রেলস্টেশনে GRPআউট পোষ্ট অফিসের উদ্বোধন উপস্থিত রেলের আধিকারিকরা
শহীদ মাতঙ্গিনী ব্লক মেছাদা রেল স্টেশনে GRP আউটপোষ্ট অফিসের উদ্বোধন হলো শুক্রবার। শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে উদ্বোধন উপস্থিত ছিলেন রেলের আধিকারিকরা।রেলের যাত্রীদের সমস্যা হলে অভিযোগ জানাতে পাঁশকুড়া যেতে হতো এখন থেকে মেছাদয় অফিস থেকে অভিযোগ জানাতে পারবে।