মকর সংক্রান্তি উপলক্ষ্যে পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর 1নম্বর ব্লকের শাঁখা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে মঙ্গলবার বিকেলে শাঁখা রেল গেটের সামনে একটি অনুষ্ঠানের মধ্য এলাকার দুস্হ গরীব মানুষ জনদের বস্ত্র বিতরণ করা হল।শাঁখা অঞ্চল তৃণমূলের সভাপতি কালিপদ বাউরি মঙ্গলবার রাত্রি 8টা নাগাদ জানান, এদিন আমরা শাঁখা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এলাকার পাঁচ শতাধিকের থেকেও বেশি দুস্হ গরীব মানুষ জনদের নতুন বস্ত্র বিতরণ করা হয়।