জগন্নাথ সরকার নিখোঁজ, শান্তিপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের পরিবারের। শান্তিপুর কলেজ মোড়ের বাসিন্দা জগন্নাথ সরকার ওরফে কৃষ্ণ গতকাল বিকেল পাঁচটা নাগাদ বন্ধু ঋজু সেনকে নিয়ে স্থানীয় একটি হোটেলে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। তার মোবাইলটি হোটেলেই ফেলে রেখে যান, যা পরে হোটেল মালিক পরিবারের হাতে তুলে দেয়।আজ সকাল হয়ে বেলা গড়ালেও জগন্নাথ বাড়ি না ফিরলে পরিবার শান্তিপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করে। তাদের সন্দেহ, বন্ধু ঋজু সেনই তাকে কোথাও সরিয়ে থাকতে পারে