মানিকচক: সময় মত বিদ্যালয়ে আসেন না শিক্ষক শিক্ষিকারা, জোত পাট্টা সিএস প্রাথমিক বিদ্যালয় বিক্ষোভ এলাকার বাসিন্দাদের
মানিকচকের জোত পাট্টা সিএস প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা দেরিতে আশায় বাইরে খেলাধুলার সময় আহত এক প্রথম শ্রেণীর ছাত্রী। প্রায় সাড়ে ১১ টা নাগাদ তিনজন শিক্ষক আসলে তাদের ঘিরে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা।স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ প্রতিনিয়ত এইভাবে দেরি করে খোলা হয় স্কুল। পড়াশোনাও ঠিকভাবে হয় না।বহুবার স্কুল কর্তৃপক্ষকে জানালেও তারা কোন ভ্রূক্ষেপ নেয় না বলে অভিযোগ অভিভাবকদের। এভাবে বিদ্যালয় দেরিতে শিক্ষক-শিক্ষিকারদের আশায় পঠন পাঠানো হচ্ছে না বিদ্যালয়ে।