কেরালায় কাজে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ পূর্বস্থলীর গৃহবধূ! উদ্বেগে পরিবার। স্বামীর সঙ্গে ভিন রাজ্যে জীবিকা নির্বাহ করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ পূর্বস্থলীর এক গৃহবধূ। পূর্বস্থলী ২ ব্লকের কালিকাতলা পঞ্চায়েতের হৃষি ডাক্তার পাড়ার বাসিন্দা দেবিকা দাস প্রায় বছরখানেক আগে স্বামীর সঙ্গে কেরালায় পাড়ি দিয়েছিলেন। স্বামী করতেন স্যানিটারি কাজ, আর দেবিকা ছিলেন একটি বাড়ির রাধুনী। কিন্তু গত সাত দিন ধরে তাঁর আর কোনও খোঁজ নেই!