রামপুরহাট ২: তারাপীঠ মন্দিরে দুর্নীতির অভিযোগ, মানহানির হুঁশিয়ারি মন্দির কমিটির
রামপুরহাট দু'নম্বর ব্লকের তারাপীঠ মন্দিরকে ঘিরে দুর্নীতির অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা অভিযোগ করেন, মন্দিরে পুণ্যার্থীদের কাছ থেকে সংগৃহীত অর্থ ও শ্মশানের দাহকাজের টাকা উন্নয়নের কাজে না খরচ করে দলীয় তহবিলে দেওয়া হচ্ছে। এছাড়া মন্দির সংলগ্ন জীবিত কুণ্ডু পুকুর সংস্কারে একই কাজের জন্য দুটি সংস্থার নামে অর্থ বরাদ্দ করে টাকা আত্মসাতের অভিযোগও তোলেন তিনি। এই অভিযোগের পর আজ সম্মেলন করে কড়া প্রতিক্রিয়া জা