রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে দুটি নতুন ট্রেন পরিষেবা চালুর আবেদন জানিয়েছেন। সোমবার বিকালে এমন তথ্য হোয়াটসঅ্যাপ বার্তায় জানান সাংসদ। প্রস্তাবে রাধিকাপুর–বেঙ্গালুরু–রাধিকাপুর দ্বিসাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস এবং আলুয়াবাড়ি রোড–কলকাতা ট্রেন পরিষেবা চালুর দাবি করা হয়েছে। সাংসদের দাবি, সরাসরি ট্রেন না থাকায় উত্তরবঙ্গের মানুষ চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।