হলদিবাড়িতে তৃণমূলের এসআইআর সহায়তা শিবির পরিদর্শনে মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী। শনিবার দুপুরে হলদিবাড়ি বিডিও অফিস সংলগ্ন এলাকায় হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এসআইআর (SIR) সহায়তা শিবির পরিদর্শন করেন তিনি। শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধান ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এদিন বিধায়ক শিবিরে উপস্থিত কর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলেন এবং পরিষেবার সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন।