আরামবাগ: নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে এক নতুন অধ্যায়ের শুভ সূচনা হল প্রান্তিকপল্লী এলাকায়
নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে এক নতুন অধ্যায়ের শুভ সূচনা হল আরামবাগের প্রান্তিক পল্লীতে।উদ্বোধন করলেন পৌরসভা চেয়ারম্যান সমীর ভান্ডারী।জানা যায়,গ্রামবাসীদের নিকটবর্তী মসজিদ প্রায় দু’আড়াই কিলোমিটার দূরে।সেই সমস্যা দূর করতেই স্থানীয়রা সম্মিলিতভাবে মসজিদ নির্মাণের উদ্যোগ নেন।নতুন এই মসজিদের নাম রাখা হয়েছে আরামবাগ বাইতুল হামদ জামে মসজিদ।ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা,গণ্যমান্য ব্যক্তিরা।