শনিবার শীতলকুচি বাজারে মিছিল করে সিপিআইএম। জানা যায় কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে এবং সারের কালোবাজারি বন্ধের দাবীতে গোটা রাজ্যের সাথে সাথে শীতলকুচি বাজারে মিছিল করলো সিপিআইএম । এ বিষয়ে শীতলকুচি এরিয়া কমিটির সম্পাদক আকবর আলী মিয়া বলেন কৃষকের ন্যায্য মূল্য এবং সারের কালোবাজারি বন্ধের দাবিতে এই মিছিল। এই মিছিলে উপস্থিত ছিলেন শীতলকুচি প্রাক্তন বিধায়ক হরিশচন্দ্র বর্মন সহ অন্যান্য সিপিআই এম নেতৃত্বরা।