পদ্মা নদীর ভাঙনে ঘরবাড়ি হারিয়ে চরম বিপদের মুখে পড়েছেন লালগোলার তারানগর এলাকার বহু বাসিন্দা। ঠিক সেই সময় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিল লালগোলা থানার পুলিশ। আজ লালগোলা থানার পক্ষ থেকে বাস্তুচ্যুত একাধিক পরিবারের হাতে ত্রিপল ও ব্ল্যাঙ্কেট তুলে দেওয়া হয়। এই উদ্যোগে উপস্থিত ছিলেন লালগোলা থানার সাব-ইন্সপেক্টর রাজেন্দর। তিনি জানান, শীতে যাতে ক্ষতিগ্রস্ত মানুষেরা কিছুটা স্বস্তি পান, তাই থানার পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়েছে। পুলিশের এই মহৎ কাজে আনন