ইসলামপুর কোর্ট অ্যান্ড বার–এর ইন্ট্রা ক্রিকেট টুর্নামেন্টের সূচনা ইসলামপুর কোর্ট অ্যান্ড বার–এর পক্ষ থেকে ইন্ট্রা ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা হলো শুক্রবার। উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইলাল আগারওয়াল। ১০ ওভারের ফর্ম্যাটে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর কোর্ট অ্যান্ড বার–এর পক্ষ থেকে এডিজে ফাস্ট ট্র্যাক–২ নীলাঞ্জন দে, এডিজে–১ প্লাবন চট্টোপাধ্যায়, সিভিল জাজ সিনিয়র ডিভিশন মৌ ঘটক মজুমদার ও এডিজ