রবিবার সাত সকাল থেকেই শহর বর্ধমান জুড়ে ঘন কুয়াশা সঙ্গে ঠান্ডা হাওয়া, এ বছরের এই প্রথম শীতের সকালে শহরবাসী আগুনের তাপ নিতে ব্যস্ত হতে দেখা গেল।শীতকাল মানে কুয়াশা মোড়ানো অলস সকাল, অনেক কষ্টে দুপুরের দিকে সূর্যের উঁকি মারা আর দিন ফুরোবার আগেই বেলা ফুরিয়ে যাওয়া। বেশ কয়েক দিন ধরে শীত পড়লেও আজ রবিবার শীতলতম দিন বলেই মনে হল শহরবাসীর। এদিন সকাল নটা পর্যন্ত দেখা গেল ঘন কুয়াশা সঙ্গে শীতল হাওয়া। তাই ঠান্ডার হাত থেকে বাঁচতে আগুনের তাপ নিতে দেখা গেল