নলহাটি ১: কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠে সকলকে আমন্ত্রণ জানাতে নলহাটিতে উপস্থিত সাধু সন্তরা
কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠে সকলকে আমন্ত্রণ জানাতে নলহাটিতে উপস্থিত সাধু সন্তরা। আজ সোমবার সকাল ১০টা নাগাদ নলহাটি রাম মন্দির মোড়ে উপস্থিত হন কলকাতা থেকে আগত সাধুসন্তদের একটি দল, তারা জানিয়েছেন আগামী ৭ ই ডিসেম্বর কলকাতার ব্রিগেড গাউন্ডে হতে চলেছে পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠ, সেই গীতা পাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাঘেশ্বর বাবা ধীরেন্দ্র নাথ শাস্ত্রী মহারাজ, যোগ গুরু রামদেব বাবা সহ অন্যান্য বিশিষ্ট সাধু সন্তরা।