আউশগ্রাম ১: আউশগ্রামের বননবগ্রামে বাউল–ফকিরি মেলায় মনোরম পরিবেশে মুগ্ধ এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার
আউশগ্রামের বননবগ্রামে বাউল–ফকিরি মেলায় মনোরম পরিবেশে মুগ্ধ এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার। তিনি শনিবার আনুমানিক বিকাল সাড়ে পাঁচটা নাগাদ এই মেলার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে যোগ দেন। সঙ্গে ছিলেন স্থানীয় আউশগ্রাম পঞ্চায়েতের প্রধান হাসিবা শেখ, সমাজসেবী ইন্দাজুল শেখ, অরূপ মির্ধা ও ধ্রুবজ্যোতি ভট্টাচার্য সহ অনান্যরা। জানা গিয়েছে, বাংলা নাটক ডট কমের বার্ষিক বাউল–ফকিরি মেলা এবার পা রাখল ১৫ বছরে।