চাকদায় গভীর রাতে হঠাৎই আগুন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুটি গাড়ীতে, দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনলো। সূত্রের খবর, চাকদা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক ব্যক্তির খালি জমিতে বেশ কিছুদিন যাবৎ দুটি গাড়ী পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। অভিযোগ, রবিবার রাতে স্থানীয় মানুষজন দেখতে পান ওই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুটি গাড়ীতে আগুন লেগে গেছে। পরে স্থানীয়রা চাকদা দমকলে খবর দিলে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।