মুর্শিদাবাদের কান্দি ব্লক অফিসে এসআইআর শেয়ারিং এসে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে এক মহিলা অজ্ঞান হয়ে যায় তাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানাযায়ী দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে সে মাথা ঘুরে সেন্সলেস হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কান্দি বিধায়ক অপূর্ব সরকার। সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসা ব্যবস্থা করা হয় এবং হেয়ারিংটা খুব তাড়াতাড়ি করিয়ে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি পাঠানো হয়।