ফর্ম সেভেন জমা নেওয়া হচ্ছে না। সংশ্লিষ্ট এলাকার BLO তারা ERO সাথে যোগাযোগ করতে বলছে। আবার তিনি বলছেন নির্বাচন কমিশনের কোন নির্দেশ নেই। এই নিয়ে মঙ্গলবার দুপুর তিনটা নাগাদ মালদা প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করলেন ইংলিশ বাজারের বিজেপি বিধায়ক শিরোপা মিত্র চৌধুরী।