বাসন্তী বারুইপুর প্রেসক্লাবের উদ্যোগে সমাজ বদলের লড়াইকে সম্মান ,, তারই প্রতিচ্ছবি অর্ঘ্য।আমাদের চারপাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এমন বহু মানুষ যাদের কর্মকান্ড প্রতিনিয়ত উন্নততর সমাজের স্বপ্ন বুনে চলেছেন। অনুপ্রেরণা জোগাচ্ছে অনেককে। স্রোতের বিপরীতে হেঁটে সমাজ বদলের লড়াই চালিয়ে যাওয়া সেই সব মানুষদের সম্মান জানাতেই বারুইপুর প্রেসক্লাবের বিশেষ উদ্যোগ 'অর্ঘ্য' প্রতিবারের মত এবারেও জেলার বিভিন্ন প্রান্ত ঘুরে এমনই কিছু মানুষকে খুঁজে সম্মান জানালেন।