মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র চালু করা হয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই তারকেশ্বর বিধানসভার কেশবচক এলাকায় আয়োজিত হয় একটি বিশেষ স্বাস্থ্য শিবির। বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ ওই ক্যাম্পে পরিদর্শনে যান হুগলি জেলার তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামেন্দু সিংহ রায়।