মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন রুখতে কেন্দ্রের অনুদান কিংবা আর্থিক অনুদান ছাড়াই রাজ্য সরকার নিজের উদ্যোগেই কাজ চালিয়ে যাচ্ছে! এমনই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বহরমপুরে দলীয় জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানান, “গঙ্গা ভাঙন রুখতে আমরা মানুষের পাশে আছি। কেন্দ্র টাকা দিক বা না দিক, আমরা কাজ থামাব না।” সভামঞ্চ থেকে তিনি আরও বলেন, মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে গঙ্গার ভাঙন পরিস্থিতি দীর্ঘদিন ধরেই উদ্বেগের কারণ।