পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন বিষয়ক দপ্তরের উদ্যোগে আজ অর্থাৎ সোমবার দুপুর একটা নাগাদ রায়দিঘি বিধানসভার মথুরাপুর ২ নম্বর ব্লক অন্তর্গত ১১ টি অঞ্চলের কৃষকদের হাতে কৃষি সরঞ্জাম ও উপকরণ তুলে দেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাক্তার অলক জলদাতা উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত সরকার ও রায়দিঘী অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রৌপগাজী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।আর আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি পাবলিক অ্যাপে।