মানবসেবার লক্ষ্য নিয়ে তাঁতিপাড়া প্রগতি হেল্প সোসাইটির উদ্যোগে বুধবার গরিব ও দুস্থ বয়স্ক মানুষদের মধ্যে কাঠের তক্তা বিতরণ করা হয়। কনকনে শীতে যাতে কেউ মেঝে বা মাটিতে শুতে বাধ্য না হন, সেই উদ্দেশ্যেই এই কর্মসূচি নেওয়া হয়। প্রথম পর্যায়ে সংগঠনের সদস্যরা পাঁচজন দুস্থ মানুষের বাড়িতে গিয়ে একটি করে তক্তা তুলে দেন। কম্বল বিতরণের পাশাপাশি এমন মানবিক উদ্যোগে এলাকার মানুষ সংগঠনটির প্রশংসা করেছেন।